আপডেট
মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে মানব উন্নয়নের একটি প্রতিষ্ঠানের মডেল প্রদর্শনের স্বপ্ন নিয়ে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় পরমানু কিন্ডার গার্টেন (P.K.G) স্কুল। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা এবং মেধা বিকাশ ও নৈতিকতার আত্মবিশ্বাসী সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক শ্রেণি কার্যক্রম, পদ্ধতিগত শিক্ষা, নিয়মিত পরীক্ষা, ধারাবাহিক অনুশীলন, শিক্ষাদানে আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার করা হয়, রাজনীতি এবং ধূমপানমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ।
আরো পড়ুনআমাদের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ পরিবেশ ও মানসম্পন্ন শ্রেণীকক্ষ রয়েছে। সুসজ্জিত শ্রেণীকক্ষ, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এবং মাল্টিমিডিয়া প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত হয় আমাদের পাঠদান। শিক্ষার্থী, স্টাফ ও শিক্ষকদের উপস্থিতি ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেমের মাধ্যমে নিশ্চিত করা হয়। আমাদের প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য রয়েছে নিজস্ব জেনারেটর, যা শিক্ষার্থীদের নির্বিগ্ন শিক্ষা প্রদানে সহায়তা করে। পুরো ক্যাম্পাস এবং সকল শ্রেণীকক্ষ সার্বক্ষণিক সিসি টিভি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রিত, যা একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করে।
* শিক্ষার প্রতি শিক্ষার্থীকে আগ্রহী করে তোলা এবং মেধার বিকাশ ঘটানো।
* নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে গড়ে তোলা এবং ব্যক্তিত্ব ও নেতৃত্বের বিকাশ ঘটানো।
* কর্তব্যপরায়ণ ও নিষ্ঠাবান নাগরিক হিসেবে গড়ে তোলা।
* পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাবলম্বিতা অর্জনের প্রেরণা জাগিয়ে তোলা।
* গতানুগতিক শিক্ষা পদ্ধতি পরিবর্তন করে ব্যতিক্রমধর্মী শিক্ষা পদ্ধতি অনুসরণ করা।
* প্রতিটি বিষয়ই শিক্ষক-শিক্ষিকাগণ ছাত্র-ছাত্রীদের সামনে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করবেন যাতে প্রতিটি ছাত্র ছাত্রী তা সহজে বুঝতে এবং উপলব্ধি করতে পারে।
* ছাত্র-ছাত্রীদের মানসিক দৈহিক প্রতিভা বিকাশে খেলাধুলা, শিক্ষা সফর, সৃজনশীলতা এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহ অন্যান্য প্রতিযোগিতা মূলক ব্যবস্থা গ্রহণ।
* দূর্বল ও অমনোযোগী ছাত্র/ছাত্রীদের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে সার্বক্ষণিক সু কৌশলে পাঠদানে সহায়তা করা হয় ।
* সুন্দর আচরণ, উপস্থিতি এবং ক্লাসে উত্তম ভুমিকার জন্য পুরষ্কার দেওয়া হয় ।
* নিরাপদ ও সাস্থকর পরিভবেশ ।
* আবাসিক ছাত্র/ছাত্রীদের দৈনিক পাঁচবেলা সাস্থ্যসম্মত খাবার প্রদান আলোচনাা সাপেক্ষে ।
* প্রবাসী পিতা-মাতা ও স্থা্নীয় অভিভাবকহীন ছেলে-মেয়েদের সমস্থ দায়িত্ব গ্রহণ ।
দিন | সময় |
---|---|
শনিবার | ৮.৩০am - ১২.৪০pm |
রবিবার | ৮.৩০am - ১২.৪০pm |
সোমবার | ৮.৩০am - ১২.৪০pm |
মঙ্গলবার | ৮.৩০am - ১২.৪০pm |
বুধবার | ৮.৩০am - ১২.৪০pm |
বৃহস্পতিবার | ৮.৩০am - ১২pm |